চট্টগ্রামের মিরসরাইয়ে নাস্তা আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষার্থী। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার পৌর সদরের পৌরসভা মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. সাখাওয়াত হোসেন (১৫)। তিনি মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় সকালে বাবা ইকবাল হোসেনের সঙ্গে তার ফলের দোকানে যান সাখাওয়াত। একসঙ্গে নাস্তা করার জন্য বাবা তাকে পাশের একটি হোটেল থেকে রুটি আনতে পাঠান। রুটি কিনতে গেলে মুখে মানকি ক্যাপ (শীতের মাস্ক) পরিহিত তিন যুবক দূর থেকে তার নাম ধরে ডেকে নেয়। পরে তাকে পৌরসভা মার্কেটের ছাদে নিয়ে গিয়ে ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।
হামলার পর প্রায় ২০ মিনিট সাখাওয়াত মার্কেটের ছাদে অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে জ্ঞান ফিরলে তিনি নিচে নামতে সক্ষম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে ২৬টি সেলাই দিতে হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা ইকবাল হোসেন বলেন, “স্কুল বন্ধ থাকায় ছেলেকে সঙ্গে করে দোকানে এনেছিলাম। সকালে বাজারেও লোকজন কম ছিল। হঠাৎ এভাবে দিনেদুপুরে সন্ত্রাসী হামলা আমাদের আতঙ্কিত করেছে। ছেলের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল কি-না তাও জানা নেই। আমি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দা জাবেদ হোসাইন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই নাজুক। তার মধ্যে প্রকাশ্যে একজন স্কুলছাত্রের ওপর এ ধরনের হামলা খুবই উদ্বেগজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
ইখা