রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।
নিহত নারীর নাম লিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারপাড়া ইন্দারগাতী এলাকার মুক্তার আলি হাওলাদারের মেয়ে।
লিয়া গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার তিন দিন পর রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ থানা পুলিশ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
হত্যাকাণ্ডের শিকার লিয়ার বোন তানিয়া বলেন, "লিয়া গাজীপুর চৌরাস্তায় থাকত। কিন্তু বদরগঞ্জে সে কীভাবে গেল, সেটি আমরা জানি না।"
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ বলেন, "মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এনআই