হাইকোর্টের নির্দেশে যশোর–৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আইনজীবী শাহরিয়ার বাবুকে সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় উপকমিটির সদস্য বাইজিদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, জেলা সংগঠক আবদুল মতিন, আসাদুজ্জামান বাবুল, খালিদ কবির, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহসিন তাইওয়ান ও রুপম আহসান, জেলা ছাত্রশক্তির সংগঠক খান মিফতাহুল অমিতসহ অন্যরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের খালিদ সাইফুল্লাহ জুয়েল জানান, জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। খুলনা বিভাগে শরিক দল জামায়াত একটি আসন ছেড়েছে। যশোর সদর আসনটিও তারা ছেড়ে দেবে বলে তিনি আশাবাদী।
তিনি জানান, তরুণদের প্রতিনিধিত্ব করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জুলাই আন্দোলনে যারা অংশ নিয়ে নতুন ধারার সুষ্ঠু রাজনীতির স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনী মাঠে রয়েছেন।
ইখা