বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি–সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। তিনি বলেন, ‘তারেক রহমান কোনো আলেমের চেয়ে কোনো দিক থেকে কম নন। তিনি একজন আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই তা বোঝা যায়।’
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত সালেহিয়া মোহেব্বিয়া দীনিয়া মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি মনির হোসেন কাসেমী।
তিনি বলেন, ‘প্রার্থী হিসেবে নির্বাচন ও ভোট নিয়ে ২১ জানুয়ারির পর আপনাদের সঙ্গে কথা বলব। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক–সেদিক কথা বললেই শোকজ করা হবে এবং তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল হবে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আইন ও বিধান মেনে চলাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট চাইতে নয়, দোয়া চাইতে এসেছি।’
মুফতি মনির কাসেমী আরও জানান, তিনি আল্লাহর কাছে দোয়া চান—শুধু নিজের জন্য নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত অর্ধেকের বেশি আসনে যেন আলেম–ওলামা ও সৎ মানুষরা নির্বাচিত হতে পারেন। তিনি বলেন, ‘দেশ পরিচালিত হওয়া উচিত কোরআনপড়ুয়া ও দ্বীনদার মানুষের মাধ্যমে।’
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান। ইংল্যান্ডে নির্বাসিত জীবনযাপনের মধ্য দিয়ে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা ও জুব্বাওয়ালা আলেমের চেয়ে কোনো দিক থেকে কম নন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হোসাইন বোখারী।
ইখা