আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন এনডিএফ প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য পদে লড়ার ইচ্ছা থাকলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। ঢাকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমান অবস্থায় নির্বাচনের মতো কঠিন ঝুঁকি ও অত্যধিক পরিশ্রম করা তাঁর জন্য সমীচীন হবে না। তাই চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি নির্বাচন থেকে বিরত থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কারণে তিনি তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে ভবিষ্যতে সুস্থতা সাপেক্ষে এলাকার জনকল্যাণ, ধর্মীয় কাজ এবং সাধারণ মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ‘সত্যের জয় হোক, জনতার জয় হোক’ স্লোগানের মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য, শাহ জাফর প্রথম নির্বাচনে অংশ নেন ১৯৭৯ সালে। ওই সময় তিনি আওয়ামী লীগের (মালেক) প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালের নির্বাচনে বাকশালের প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
সর্বশেষ তিনি বিজয়ী হন ২০০৫ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে। ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন শাহ জাফর। ২০০১ সালে জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) থেকে বিএনপির জোটগত প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি পরাজিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
এনআই