এইমাত্র
  • আমির হামজার সব ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা
  • চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব সদস্য নিহত
  • কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭
  • পাকিস্তানের শপিংমলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ
  • প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া দেখতে পেল মানুষ
  • ভিক্ষা করে কোটিপতি, বানিয়েছেন ৩টি বহুতল বাড়িসহ মারুতি সুজুকি গাড়ি
  • কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০
  • নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
  • নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: নাহিদ ইসলাম
  • সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ
  • আজ মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম

    কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম

    কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।  আমাজনের গুয়াভিয়ারি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে।  খবর রয়টার্স। 

    রোববার (১৮ জানুয়ারি) গুয়াভিয়ারি অঞ্চলের এল রেতোর্নোর একটি গ্রামীণ এলাকায় সংঘর্ষটি ঘটে।  অঞ্চলটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।  সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে জানিয়েছে সেনাবাহিনী।

    সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়, ভূখণ্ডের নিয়ন্ত্রণই এ সংঘর্ষের প্রধান কারণ।  কারণ এ অঞ্চল কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) দুটি ভিন্ন গোষ্ঠী সংঘর্ষে জড়ায়।  একটির নেতৃত্বে রয়েছেন দেশের অন্যতম  বিদ্রোহী নেতা নেস্তর গ্রেগোরিও ভেরা, যিনি ‘ইভান মরদিস্কো’ নামে পরিচিত।  অপর গোষ্ঠীর নেতৃত্বে আছেন আলেক্সান্দার দিয়াজ মেন্দোজা, যিনি ‘কালারকা কর্দোবা’ নামে পরিচিত।

    সামরিক সূত্রগুলো জানায়, এই দুই গোষ্ঠী আগে তথাকথিত সেন্ট্রাল জেনারেল স্টাফের অংশ ছিল।  তবে অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০২৪ সালের এপ্রিল মাসে তারা আলাদা হয়ে যায়।  নিহতদের সবাই ভেরার গোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।  দিয়াজের গোষ্ঠীর একজন নেতা রয়টার্সকে ২৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে সেনাবাহিনী জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    বর্তমানে দিয়াজের নেতৃত্বাধীন গোষ্ঠীটি বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রয়েছে।  অন্যদিকে ভেরার গোষ্ঠী সরকার দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি স্থগিত করার পরও বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।  

    উল্লেখ্য, এই দুই গোষ্ঠীই ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছিল।  চুক্তির মাধ্যমে প্রায় ১৩ হাজার ফার্ক সদস্য অস্ত্র ত্যাগ করে সমাজে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়।  কলম্বিয়ায় ছয় দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  মাদক পাচার ও অবৈধ খনির অর্থে চলা এই সংঘাতের অবসানে প্রেসিডেন্ট পেত্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।  পলাতক বিদ্রোহী নেতা ইভান মরদিস্কোকে কুখ্যাত মাদকসম্রাট পাবলো এস্কোবারের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট পেত্রো।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…