এইমাত্র
  • আমির হামজার সব ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা
  • চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব সদস্য নিহত
  • কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭
  • পাকিস্তানের শপিংমলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ
  • প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া দেখতে পেল মানুষ
  • ভিক্ষা করে কোটিপতি, বানিয়েছেন ৩টি বহুতল বাড়িসহ মারুতি সুজুকি গাড়ি
  • কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০
  • নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
  • নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: নাহিদ ইসলাম
  • সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ
  • আজ মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

    মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। 

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করার সময় তিনি হার্ট অ্যাটাক করেন বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় সূত্র জানায়, গুরুতর অবস্থায় তাঁকে শহরের বেসরকারি মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং পরবর্তী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

    কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, "মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।"

    মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, "হাসপাতালে আনার আগেই আবুল হাশেমের মৃত্যু হয়েছে। তাই তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।"

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…