এইমাত্র
  • আমির হামজার সব ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা
  • চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব সদস্য নিহত
  • কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭
  • পাকিস্তানের শপিংমলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ
  • প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া দেখতে পেল মানুষ
  • ভিক্ষা করে কোটিপতি, বানিয়েছেন ৩টি বহুতল বাড়িসহ মারুতি সুজুকি গাড়ি
  • কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০
  • নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
  • নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: নাহিদ ইসলাম
  • সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ
  • আজ মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

    মো. নেছার উদ্দিন সায়েম, কবি নজরুল কলেজ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
    মো. নেছার উদ্দিন সায়েম, কবি নজরুল কলেজ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

    মো. নেছার উদ্দিন সায়েম, কবি নজরুল কলেজ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

    রবিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান মীর, মো. মেহেদী হাসান, মো. মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

    জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, “কেন্দ্রীয় সংসদ আমাদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে অত্যন্ত সচেতন। যারা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ), মূলত তাঁদের সতর্ক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কেবল শুরু; পর্যায়ক্রমে আরও নিষ্ক্রিয় সদস্যদের পদ স্থগিত করা হতে পারে।”

    এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, “দলীয় কর্মসূচিতে অসহযোগিতা করার কারণে তাঁদের পদ স্থগিত করা হয়েছে। তবে তাঁরা যদি ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হন, তবে পদ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…