সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
রবিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান মীর, মো. মেহেদী হাসান, মো. মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, “কেন্দ্রীয় সংসদ আমাদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে অত্যন্ত সচেতন। যারা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ), মূলত তাঁদের সতর্ক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কেবল শুরু; পর্যায়ক্রমে আরও নিষ্ক্রিয় সদস্যদের পদ স্থগিত করা হতে পারে।”
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, “দলীয় কর্মসূচিতে অসহযোগিতা করার কারণে তাঁদের পদ স্থগিত করা হয়েছে। তবে তাঁরা যদি ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হন, তবে পদ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।”
এনআই