নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এটি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়গুলোতে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয়। তাঁর দাবি, আইনি অবস্থান থেকে সরে এসে কমিশন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যা সংস্কার প্রক্রিয়ার পরিপন্থী।
বিএনপির চাপেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইসি নির্বাচন কমিশন সংস্কার ও গণভোটের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘ইসি যদি সব পক্ষের আস্থা অর্জন করতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা কঠিন হবে। তাঁর ভাষ্য, দেশে একাধিক রাজনৈতিক দল রয়েছে—এ বাস্তবতা উপেক্ষা করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের কর্মীরা ইসির সামনে জমায়েত তৈরি করার পর এসব সিদ্ধান্ত এসেছে। এনসিপি এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে আসার সময় ঢাকাজুড়ে পোস্টার ও ব্যানার টাঙানো হলেও সে সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভার নামেও রাজনৈতিক প্রচারণা চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনাকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির অংশ হিসেবে দেখছেন এনসিপির এই নেতা।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের আরও দুই নেতা। এর আগে বিকেলে নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে।
আরডি