এইমাত্র
  • চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব সদস্য নিহত
  • কলম্বিয়ায় মাদক আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ২৭
  • পাকিস্তানের শপিংমলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ
  • প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া দেখতে পেল মানুষ
  • ভিক্ষা করে কোটিপতি, বানিয়েছেন ৩টি বহুতল বাড়িসহ মারুতি সুজুকি গাড়ি
  • কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০
  • নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
  • নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: নাহিদ ইসলাম
  • সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ
  • তারেক রহমানের সাথে ইইউ রাষ্ট্রদূতগণের সাক্ষাৎ
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেবীগঞ্জে ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    দেবীগঞ্জে ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে শ্রমিক ও ভাটা মালিকদের প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, ফলে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।

    সোমবার (১৯ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান।

    বিক্ষোভ চলাকালে শ্রমিকদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

    শ্রমিক নেতা রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের রুটি-রুজির জন্য লড়ছি। প্রয়োজনে মার খেতেও রাজি আছি। যদি কারাবরণ করতে বলা হয়, আমি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।

    অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসিফ আলী ও মোহাম্মাদ সোহেল রানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

    অভিযান প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…