কক্সবাজার টেকনাফের একাধিক মামলার পলাতক আসামি, সন্ত্রাসী শামসুল আলম (৩৫) অবশেষে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানিক দলের সদস্যরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালের দিকে প্রেস বার্তার মাধ্যমে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন নৌবাহিনীর মিডিয়া উইং দায়িত্বরত কর্মকর্তা।
তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতের দিকে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত নাজিরপাড়া তরমুজ ক্ষেত সংলগ্ন একটি ঝুঁপড়ি ঘর থেকে তাকে আটক করতে সক্ষম হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ধারালো ছুরি উদ্ধার অভিযাননিক দল।
তিনি আরো বলেন, অভিযানের নেতৃত্ব দিয়েছেন- টেকনাফ উপজেলায় দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোহাইমিনুল হক।
এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী শামশুল আলমকে অস্ত্র,গুলিসহ আটক কতে সক্ষম হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারসহ নানান অপরাধ মুলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদকসহ ১১টি মামলা রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরো একটি মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পিএম