এইমাত্র
  • চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ
  • গাছ লাগিয়ে গিনেজ বুকে জায়গা করতে চায় ছাত্রলীগ
  • বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের
  • ফটিকছড়িতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • বিভাগীয় অপরাজিতা সম্মাননা পেলেন রাণীনগরের চন্দনা
  • রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
  • শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • একমাত্র আল্লাহর রহমত হিসেবে বৃষ্টি আসে
  • কলকাতার ২৬১ রান তাড়া করে জিতল পাঞ্জাব
  • ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    লাইফস্টাইল

    আগের প্রজন্মের চেয়ে এ সময়ের তরুণেরা বেশি অসুখী: গবেষণা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

    আগের প্রজন্মের চেয়ে এ সময়ের তরুণেরা বেশি অসুখী: গবেষণা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
    প্রতীকী ছবি

    সাধারণত মাঝ বয়সেই মিডলাইফ ক্রাইসিস বা মধ্যবয়সী সংকটে ভোগে মানুষ। কিন্তু বৈশ্বিক এক গবেষণায় দেখা গেছে, এ সময়ের তরুণেরা তাদের তারুণ্যেই এই সংকটে ভুগছে। আগের প্রজন্মের মানুষের তুলনায় তারা কম সুখী। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ চিকিৎসক সতর্ক করে বলেছেন, তরুণেরা সত্যিই সংকটে আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

    মার্কিন সার্জন জেনারেল ডা. বিবেক মূর্তি বলেছেন, শিশুদের সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহারের অনুমতি দেওয়া তাদের ওষুধ দেওয়ার মতো নিরাপদ বলে প্রমাণিত নয়। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক প্ল্যাটফর্মকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সরকারের ব্যর্থতা ছিল রীতিমতো অস্বাভাবিক।

    এই চিকিৎসক দ্য গার্ডিয়ানকে নতুন কিছু তথ্য দিয়েছেন যা বলছে, উত্তর আমেরিকা জুড়ে তরুণেরা এখন বয়স্কদের তুলনায় কম খুশি। একই ধরনের এই ‘ঐতিহাসিক’ পরিবর্তন পশ্চিম ইউরোপেও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রে ৩০-এর কম বয়সীদের সুখী থাকার সংখ্যা কমেছে। এ কারণে শীর্ষ ২০ সুখী দেশের তালিকায় জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের। এর আগের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ১৫ থেকে ২৪ বছর বয়সীরা তাদের আগের প্রজন্মের চেয়ে সুখী ছিল। কিন্তু চিত্র পাল্টে যাওয়ার তথ্য আসতে থাকে ২০১৭ সাল থেকে। পশ্চিম ইউরোপেও এমনটি ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান হয়েছিল।

    গবেষণার এই ফলাফলকে অশনিসংকেত হিসেবে আখ্যা দিয়েছেন ডা. বিবেক মূর্তি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের তরুণদের এখন ভালো থাকার জন্য লড়তে হচ্ছে। সারা বিশ্বের চিত্রই অনেকটা এক। তিনি বলেছিলেন যে, তিনি এমন পরিসংখ্যান দেখার অপেক্ষায় আছেন যা সামাজিক প্ল্যাটফর্মগুলোকে শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ হিসেবে প্রমাণ করবে। তরুণেরা যেন বাস্তবে সামাজিক যোগাযোগগুলোকে উন্নত করতে পারে সে জন্য আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…