এইমাত্র
  • তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু
  • আচরণবিধি লঙ্ঘনে ১১ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা
  • করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  • নাটোরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা
  • রাতেই ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা, যেসব অঞ্চলে সতর্কসংকেত
  • প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হাসপাতালে নিলেন মা-বাবা
  • ভালুকায় গাড়িচাপায় মিল শ্রমিক নিহত
  • বয়স ৩০ হলেই এড়িয়ে চলুন এই পাঁচ ধরনের খাবার
  • টাওয়ার ভাগাভাগিতে চুক্তিবদ্ধ হলো রবি ও বাংলালিংক
  • মালয়েশিয়ায় কেমন আছেন বাংলাদেশি শ্রমিকরা
  • আজ শনিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪
    দেশজুড়ে

    ১৮ দিন পর চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রীর নিচে নামলো তাপমাত্রা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০৬:০৯ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০৬:০৯ পিএম

    ১৮ দিন পর চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রীর নিচে নামলো তাপমাত্রা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৪, ০৬:০৯ পিএম

    টানা ১৮ দিন পর চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নামলো ৪০ ডিগ্রীর নিচে। শনিবার (৪ মে) দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ।

    তাপমাত্রার কমেতে থাকায় জনমনে কিছুটা হলেও স্বস্থি ফিরতে শুরু করেছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ভ্যাপসা গরম আর বাইরে রোদের তাপে শরীর জ্বালা পোড়া অনুভূত হচ্ছে।

    জেলায় ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গার রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলিসয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ এবং দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশিমক ৫ ডিগ্রি সেলিসয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৪ শতাংশ।

    এর পরদিন গত ১ মে বুধবার থেকে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ একটু একটু করে নিচে নামতে থাকে। ১ মে চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ২ মে বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ৩ মে শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

    সবশেষ আজ শনিবার (৪ মে) দুপুর ০৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ। এর আগে এদিন সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩২ দশমিক ০ (শূণ্য) ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ। দুপুর ১২ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ৪৫ শতাংশ।

    চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পযর্বেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত প্রায় ২২ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করার পর ১ মে থেকে জেলার তাপমাত্রার পারদ একটু একটু করে নিচের দিকে নামতে শুরু করেছে।

    তিনি আরো বলেন, আগামী ৬ মে থেকে ১২ মে পর্যন্ত টানা বৃষ্টির দেখা মিলতে পারে। সে কারণে বৃষ্টি শুরুর আগেই কৃষকদেরকে মাঠের ফসল ঘরে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…