এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ

    'জুয়াকাণ্ডে' ভূঞাপুরের সেই বিএনপি নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

    'জুয়াকাণ্ডে' ভূঞাপুরের সেই বিএনপি নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

    'জুয়াকাণ্ড' নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক লাল মাহমুদ খান ওরফে লাল খাঁ কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে দু–এক দিনের মধ্যেই বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

    মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সিদ্ধান্ত না হওয়ার কোনো কারণ নেই। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা। আর আমারও এই সমস্ত বাজে জিনিস প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না, সে যেই হোক।

    জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিমধ্যে লাল খাঁ কে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আমি ঢাকায় আছি। ফিরেই তাঁর বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেওয়া হবে।

    জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় সাংগঠনিকভাবে বিএনপি নেতা লাল খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পৌর কমিটি দুই একদিনের মধ্যেই এটি বাস্তবায়ন করবে।

    জানা যায়, প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে পৌরসভার তেঘুরী এলাকায় নদীতে জেগে ওঠা চরে এবং নদীর ওপারে ভুট্টা খেতের আড়ালে জমজমাট জুয়ার আসর বসানো হয়েছে। পৌর বিএনপির যুগ্ন সম্পাদক লাল মামুদ খান ওরফে লাল খাঁ পুলিশকে হাত করে এ জুয়ার আসর নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে।

    এদিকে সম্প্রতি জুয়ার আসর বসানোর প্রতিবাদ করলে জমির মালিক যুবদল নেতা মিল্টনকে অকথ্য ভাষা ব্যবহারের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা লাল খান। এরপর থেকে নিজের নিরাপত্তার শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

    এ নিয়ে গত ০২ ফেব্রুয়ারি "প্রশাসনরে দিয়ে জুয়ার বোর্ড বসাইছি, যা তুই ফিরাগা: বিএনপি নেতার হুমকি" শিরোনামে সময়ের কণ্ঠস্বরে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো উপজেলায় বিএনপির অসংখ্য নেতাকর্মী অভিযুক্ত লাল খাঁ কে দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বহিস্কারের দাবি তোলে। সমালোচনার মুখে অবশেষে ওই নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে পৌর বিএনপি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…