এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বউমার সঙ্গে পরকীয়ার জেরে খালুর দুই চোখ তুলে ফেলে সাদ্দাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

    বউমার সঙ্গে পরকীয়ার জেরে খালুর দুই চোখ তুলে ফেলে সাদ্দাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

    যশোরে কৃষক শহিদুল ইসলামের (৬০) দুই চোখ তুলে ফেলার কারণ উদঘাটন হয়েছে। ঘটনার সাথে জড়িত সাদ্দাম হোসেন গ্রেফতার হওয়ার পর তিনি পুলিশকে কারণ নিশ্চিত করেছেন। সাদ্দামের প্রথম স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে খালু শহিদুলের দুই চোখ তুলে ফেলেছেন তিনি।

    বউমার সঙ্গে খালু শ্বশুরের পরকীয়া তিনি কোনভাবে মেনে নিতে পারেননি। শুক্রবার (৭ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সাদ্দাম হোসেন একজন ট্রাক চালক। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের তিনটি দল অভিযানে চালিয়ে তাকে পালবাড়ির খয়েরতলা থেকে আটক করে। আহত শহিদুল ইসলাম সম্পর্কে তার (সাদ্দাম) খালু হন। সাদ্দামের প্রথম স্ত্রী প্রিয়ার সাথে শহিদুল পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই জেরে মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। নিজের অপরাধ স্বীকার করে সাদ্দাম পুলিশকে বলেছেন, পরকীয়ার আক্রোশ থেকেই তিনি শহিদুলের দুই চোখ আঙুল দিয়ে তুলে ফেলেছে।

    প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন

    উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যশোর শহরতলী বকচরে শহিদুল ইসলামের দুই চোখ তুলে ফেলা হয়। তিনি বকচর গোরস্থান এলাকায় ইদ্রিস আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। আহতের স্ত্রী হেনা বেগম দাবি করেছিলেন, বকচর মাঠে তার স্বামী শহিদুল ইসলাম এক বিঘা জমিতে ধান রোপণ করেছেন। বকচর এলাকার তৌহিদের গরু নেটের জাল ছিড়ে ধান খেয়ে ফেলে। এই নিয়ে দ্বন্দ্বের জেরে তৌহিদের ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম হামলা চালিয়ে শহিদুলের দুই চোখ তুলে দেয়।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…