এইমাত্র
  • হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    নায়িকার প্রাপ্য টাকা নিয়ে আজিজের 'ছলচাতুরী'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪১ এএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪১ এএম

    নায়িকার প্রাপ্য টাকা নিয়ে আজিজের 'ছলচাতুরী'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৪১ এএম

    'পাপ' সিনেমাটি প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রেফতারি পরোয়ানা জারি হয় প্রযোজক আবদুল আজিজের নামে। গত (২৩ ফেব্রুয়ারি) রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন। তার বিরুদ্ধে মামলা করেছিলেন ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। টাকা ফেরত দেবেন, সেই শর্তে জামিন পেয়েছেন আবদুল আজিজ। তবে শেষ পর্যন্ত টাকা দেননি তিনি, অভিযোগ অভিনেত্রীর।

    ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে 'পাপ' সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। জাকিয়া কামাল মুন জানান, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাকে ১০ লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা। মামলার পর গত ২ মার্চ ৩০ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আবদুল আজিজ। বাকি টাকাও ২৫ রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুপক্ষের আপোষ হয়।

    অভিনেত্রী জাকিয়া কামাল মুন বলেন, 'আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপোষনামা হয়েছে। গত রোববার (২ মার্চ) তিনি ৩০ লাখ টাকা দিতে চেয়েছিলেন। অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ। তিনি তো আদালতের কথাও শুনলেন না।' দশ লাখ করে তিনটি তারিখে টাকা দেওয়ার কথা শোনা গিয়েছে। সে প্রসঙ্গ তিনি বলেন, 'দশ লাখ করে দিলে তো নভেম্বর মাস থেকে দিতেন। সেটা তিনি করেননি।'

    প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এর প্রেক্ষিতে গত (২৩ ফেব্রুয়ারি) রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আব্দুল আজিজকে গ্রেফতারের আদেশ দেন। এ আদেশের পর ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্ট নং ৩৬-এ হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। পাশাপাশি আদালতে জানান অভিনেত্রী মুনকে নির্ধারিত সময়ের মধ্যে দুই ভাগে ৬০ লাখ টাকা পরিশোধ করবেন, এমন শর্তেই ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

    পরে আজিজ বাদীকে হোয়াটস অ্যাপে মেসেজ দেন যে ২ মার্চ ৩০ লাখ এবং আগামী ২৬ মার্চ আরও ২০ লাখ টাকা দেবেন। সেই তারিখ পার হয়ে গেলেও টাকা পরিশোধ করেননি আবদুল আজিজ। ওই তারিখে রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে ডেকে নেন অভিনেত্রীকে। কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, ওই অফিসে ঢুকতে দেওয়া হয়নি তাকে।

    অভিনেত্রীর আইনজীবী শিমুল জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন আবদুল আজিজ। তিনি বলেন, 'আবদুল আজিজ আদালতে লিখিত দিয়ে এসেছেন যে, প্রতি তারিখে ১০ লাখ টাকা করে ফেরত দেবেন। পরে বাদীকে মেসেজ করেছেন যে রোববার ৩০ লাখ, ২৫ রোজায় মধ্যে বাকি টাকা দেবেন। ১৯ মার্চ আরও একটা তারিখ আছে, দেখা যাক সেদিন তিনি কী করেন।'

    জানা গেছে, 'পাপ-২' সিনেমার অর্থ দিয়ে 'জ্বীন-৩' সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক আবদুল আজিজ। সেই সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…