ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে ৩৬ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট করার পর তিনি প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন।
মাত্র কয়েক মাসেই অনূর্ধ্ব–২১ দলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন ১৯ বছর বয়সী ফারহান। ছয় ম্যাচে শুরুর একাদশে থেকে তিন গোল ও চার অ্যাসিস্ট করেছেন তিনি।
গত নভেম্বর ফারহানের জন্য স্মরণীয়। দুই ম্যাচে তিনটি গোল ও অবদান রাখার জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হিসেবে নির্বাচিত হন তিনি। বেয়ারউড পার্কে রিডিংয়ের বিপক্ষে ৫–১ গোলে জয়ের ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। এরপর টটেনহ্যাম অনূর্ধ্ব–২১ দলের বিপক্ষে ১–১ গোলে ড্রয় ম্যাচেও গোল করে দলকে হার থেকে বাঁচান ফারহান।
পুরস্কার জেতার পর ফারহান বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। সেপ্টেম্বরেও মনোনয়ন হয়েছিল, কিন্তু তখন জিততে পারিনি। শেষ পর্যন্ত জিততে পেরে খুব খুশি। এটা আশা করিনি, কারণ দারুণ মনোনয়ন ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন ধীরে ধীরে উন্নতি করছি। অনূর্ধ্ব–২১ দলে এটি আমার প্রথম মৌসুম, চেষ্টা করছি যতটা সম্ভব দলকে সাহায্য করতে। এই ট্রফিটা আমি কয়েক বছর আগে গটিঙ্গেনে পাওয়া ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ট্রফির পাশে রাখব।’
বাংলাদেশি সমর্থকরা বেশ কিছুদিন ধরেই ফারহানের খেলার দিকে নজর রাখছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাকে লক্ষ্য রাখছে। তবে আপাতত বাংলাদেশের জার্সি গায়ে পরার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
আরডি