এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে জিম্মি দশা থেকে নরসিংদীর যুবক উদ্ধার: অস্ত্র ও গুলিসহ আটক ৩

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

    টেকনাফে জিম্মি দশা থেকে নরসিংদীর যুবক উদ্ধার: অস্ত্র ও গুলিসহ আটক ৩

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

    কক্সবাজার টেকনাফে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৪টি অস্ত্র ও গুলিসহ অপহরণে জড়িত ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে।

    উক্ত অভিযানে ধৃতদের হাতে জিম্মি থাকা অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

    ধৃত তিন ডাকাত হচ্ছে, টেকনাফ হোয়াইক্যং ২নং ওয়ার্ড অন্তর্গত বালুখালী এলাকার বাসিন্দা মৃত্য আবুল কাসেমর পুত্র শীর্ষ ডাকাত মো. হেলাল উদ্দিন (৪৬), একই ওয়ার্ডের বাসিন্দা নাজির হোসেনের পুত্র আলতাস (৪৫), ইকরামের পুত্র মো. মুজিব (৪২)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক,মানব,অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

    আর উদ্ধারকৃত ভিকটিম হচ্ছে, নরসিংদী জেলার চন্দনবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আরমান মিয়ার পুত্র আরেফুল ইসলাম শুভ (২৫)।

    ৮ মার্চ (শনিবার) দুপুরের দিকে সময়ের কন্ঠস্বরকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, টৈকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

    তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড বালুখালী নামক এলাকায় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারে জড়িত চিহ্নিত ডাকাত হেলাল উদ্দিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

    পরবর্তীতে অভিযানিক দল ডাকাত হেলাল উদ্দিনের বসত বাড়িতে মুক্তিপণ আদায় করার জন্য জিম্মি করে রাখা নরসিংদীর জেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়।

    আটক তিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    এদিকে টেকনাফে দায়িত্বরত নৌবাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আরও জানা যায়, অপহরণের শিকার হওয়া ভিকটিম গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মুজিব নামে এক ব্যক্তির নিকট আসে। এরপর মুজিব তাকে কাজ না দিয়ে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় জিম্মি করে রাখে।

    এরপর অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

    অবশেষে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করার জন্য পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অবশেষে হেলাল উদ্দিনসহ তিন ডাকাতকে আটক করা হয়।

    এরপর ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, অভিযানিক দলের সদস্যরা ডাকাত হেলাল উদ্দিন বাড়ি ও তার আস্তানায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা দেশীয় তৈরি ৪ টি অস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

    আটক তিন ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য উদ্ধারকৃত অস্ত্র, গুলিসহ টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উক্ত উপজেলায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…