এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

    নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সম্মানহানি ও জোরপূর্বক পদত্যাগ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। তাদের দাবি, হল প্রভোস্টের বিরুদ্ধে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। শিক্ষার্থীরা বলেন, প্রশাসন চাইলে আগে নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করতে পারত। এভাবে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার পরিচয় বলে মন্তব্য করেন তাঁরা।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল (১২ মার্চ) শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছিল, তা অযৌক্তিক ছিল। আমি সেগুলো বিবেচনার জন্য সময় চেয়েছিলাম। কিন্তু একপর্যায়ে আমাকে জিম্মি করে দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দিতে বাধ্য করা হয়।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আমরা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

    শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি তুলে ধরেন:

    ১. বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    ২. বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত ছাড়া নেওয়া সব অন্যায্য সিদ্ধান্ত বাতিল করতে হবে।

    ৩. যেসব অনলাইন পেজ ও গ্রুপ শিক্ষার্থীদের উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মার্চ) বিদ্রোহী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও দায়িত্বহীনতার অভিযোগ এনে তাঁর পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আন্দোলনের একপর্যায়ে উপাচার্য বরাবর তাঁদের দাবি তুলে ধরেন তাঁরা। পরে শিক্ষার্থীদের চাপে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সব দাবি মেনে নেন এবং আগামী রবিবারের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…