এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভিজিএফের চাল চাওয়ায় রিকশাচালককে ঘুষি মারলেন ইউপি সদস্য

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

    ভিজিএফের চাল চাওয়ায় রিকশাচালককে ঘুষি মারলেন ইউপি সদস্য

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

    পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বিতরণের সময় এক রিকশাচালককে ঘুষি মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ আলম মাঝির বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রিকশাচালকের নাম মিরাজ মোল্লা। তিনি গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর আদর্শ গ্রামের ২নং ওয়ার্ডের আব্দুর রব মোল্লার পুত্র।

    ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকার ঈদ উপলক্ষে গলাচিপা সদর ইউনিয়নের ২৬৫০টি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছে। তবে চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক সুবিধাভোগী অভিযোগ করেছেন, প্রকৃত দুঃস্থদের চাল না দিয়ে স্বজনপ্রীতি করা হয়েছে।

    ভুক্তভোগী রিকশাচালক মো. মিরাজ জানান, তিনি চাল চাইতে গেলে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি তাকে ঘুষি মারেন এবং গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ, চাল চাইতে গিয়ে মার খেতে হবে, এটা কি ঠিক?

    এ বিষয়ে ইউপি সদস্য মো. শাহ আলম মাঝি বলেন, আমি কাউকে মারিনি, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের সামনে মেম্বারের কাছে চাল চাইলে রিকশাচালক মিরাজকে ঘুষি মেরে বের করে দেওয়া হয়।

    এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, রিকশাচালককে বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল, গায়ে হাত তোলা ঠিক হয়নি।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…