এইমাত্র
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম

    ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম

    গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ।

    রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেতজুরি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ ।

    এ সময় মোশারফ এবং তার বাহিনী সদর থানা ওসিসহ ৮ জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে।মোশরফের ডাক চিৎকারে তার পালিত বাহিনী এসে ঘরের দরজা ও সিলিং দেশীয় অস্র দিয়ে কুপিয়ে ঘরের ভেতর ঢুকে পুলিশের উপর হামলা চালায়।হামলায় সদর থানা ওসিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়।পরে শ্রীপুর থানাকে খবর দিলে দু'থানার যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনোর সম্রাট মোশাররফ সহ সাত জনকে আটক করে পুলিশ।

    আটককৃতরা হল, শ্রীপুর উপজেলার বেতজুরি গ্রামের খয়বর আলীর ছেলে ক্যাসিনো সম্রাট মোশাররফ, মৃত মফিজ উদ্দিনের ছেলে সেলিম মিয়া, আব্দুল লতিফ এর ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত মফিজ উদ্দিন এর ছেলে আব্দুর রহমান, সাদীর মিয়ার ছেলে সোহেল রানা, দিনাজপুর জেলার হাকিমপুর থানার হামিদুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার কাজা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রুবেল মিয়া।

    স্হানীয়রা জানায়, শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ারকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকে মোশারফ। সে দীর্ঘদিন যাবত অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। মোশাররফের দেশের বাড়ি নওগাঁ জেলায়। তিনি দিনমজুর খয়বর মোশাররফ ছেলে।বিয়ের পর শ্বশুরের সাথে সেও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের বাড়ি ভিটে ছাড়া মোশাররফের বৈধ কোনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এখন তার রয়েছে দামি গাড়ি, কয়েকটি বাড়ি দৃশ্যমান কোটি কোটি টাকা।

    স্থানীয়রা আরও বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাত সাড়ে দশটার দিকে মোশারফ সহ সাত জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…