এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

    ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

    ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু তিনটির মধ্যে একটি হলো ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে সাফওয়ান (৪)। অপর দুইজন হলেন লালমোহন উপজেলার ফুল বগিচা গ্রামের মো. রাকিবের ছেলে জুনায়েদ (৭) এবং একই বাড়ির আনাছের ছেলে শাহিদুর (৮)। ওই শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই ছিলেন।

    নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, ভোলা সদরের শিশু সাফওয়ান পরিবারের অগোচরে খেলার চলে নিজেদের পুকুরের পানিতে পরে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। বেলা দেড়টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    এদিকে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের উকিলবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে সেখানকার স্থানীয় এক যুবক গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কিছু একটা অনুভব করেন। হাত দিতেই ভেসে উঠে একটি শিশুর মৃতদেহ। তাঁর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় তাঁরা অপর শিশুকেও পাচ্ছিল না। পরে কিছু সময় পর পুকুর থেকে আরো এক শিশুর লাশও উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘একসঙ্গে দুই শিশুর মৃত্যু মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…