এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম

    শার্শায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে হিন্দুদের বসতভিটা-জমি দখলের অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম

    যশোরের শার্শায় বিএনপি’র দু‘নেতার বিরুদ্ধে হিন্দুদের পাল পাড়ার কয়েকটি পরিবারের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের পাল পাড়ায়।

    এ ব্যাপারে বাগুড়ি পাল পাড়ার প্রায় অর্ধশত হিন্দু পাল সম্প্রদায় দখলদারদের বিরুদ্ধে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান ও উপজলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ঘটনাস্থলে যান ও অভিযোগ তদন্ত করেন।

    লিখিত অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক বাগুড়ি গ্রামের তাজউদ্দিন, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান ও তাদের সহযাগী চটা সিরাজ, আশিক লাল্টু, টুটুল, সাঈদসহ কয়েকজন স্থানীয় বিএনপি নেতা-কর্মি পাল পাড়ার পালদের দখল থাকা সওজ ও জনপথ বিভাগর পরিত্যক্ত প্রায় ৩৩ শতক বসত ভিটার জমি দখল করে সিমেন্টের পিলার লাগিয়ে দিয়েছে।

    পালরা জানান, তাদের বাপ দাদারা দীর্ঘ প্রায় ৯০ বছর ধরে সেখানে বসবাস করছে। তারা জানান, কায়বার বাগুড়ি গ্রামে তাদের পূর্ব পুরুষদের থেকে মাটির আসবাবপত্র, হাড়ি, পাতিল, নাংড়া, শানুক, মালসা, কলস, নাদাসহ বিভিন মাটির পণ্য তৈরী করে জীবিকা নির্বাহ করে। বাড়ির সামনের জমি দখলকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রভাবশালীরা সব সময় তাদের উপর ভয়, হুমকি-ধামকি প্রদর্শন করছে।

    অভিযাগকারী শ্রী গর চন্দ্র পাল জানান, তাদের বসত ভিটার সামনে তাদের দখল থাকা প্রায় ৩৩ শতক জমি দখল কর নিয়েছে। তিনি বলেন, তাদের বাপ দাদার পৈত্রিক সূত্র থেকে এই জমি দখল করে বসবাস করে আসছে। তিনি বলেন, তাদের জমি ফিরে পেতে তারা পালপাড়ার সবাই তাদের জমি ফেরত পেতে শার্শা উপজলা নির্বাহী অফিসার ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযাগ দায়ের করেছে।

    এ ব্যাপার অভিযুক্ত তাজ উদ্দিন বলেন, তারা কোন হিন্দুুদের জমি দখল করিনি। পাল পাড়ার হিন্দুরা গত ২০/২৫ বছর তাদের দখল থাকা সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে আছে। হিন্দুরা তাদের ঐ দখল থাকা জমি সরকারের নিকট থেকে বা সড়ক ও জনপথ বিভাগ থেকে বন্দোবস্ত নেয়নি। যে কারনে তারা কয়েকজন ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের নিকট থেকে প্রায় ৩৩ শতক জমি ডিসিআর কেটে নিয়েছে। তিনি বলেন এখনও তারা ঐ জমি দখল করেননি। জমিতে যায়নি। কেও হুমকি বা ভয় প্রদর্শন করেনি।

    এ ব্যাপার শার্শা উপজলা বিএনপি’র একজন নেতা জানান, শার্শা উপজেলা বিএনপি’র ব্যর্থ ও অযাগ্য নেতৃত্বের কারনে তৃনমুল পর্যায়ে সাধারন নেতা কর্মিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কারনে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ৫ আগষ্টের পর থেকে কিছু নেতা কর্মি বড় বড় পদ নিয়ে তাদের দোসরদের দিয়ে শার্শার হাট, বাজার, বাওড়,পার্ট, নদী দখল করে খাচ্ছে। এ ছাড়া বিচার সালিসের নামে করছে চাঁদাবাজি।

    শার্শার কায়বা, উলাশী, গোগা, লক্ষনপুর, ডিহি, শার্শা, নাভারন এলাকা দলের নিয়ন্ত্রহীন হয়ে পড়েছে। কয়েকটি ইউনিয়ন চলছে বোমাবাজি, দলের মধ্য দু‘গ্রপের মধ্যে সংঘর্ষ। তিনি বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দলের দলবাজদের বহিস্কারের আবেদন জানান।

    এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আরও বেশি করে তদন্ত করে আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…