এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

    নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

    নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।

    নিহত ছাত্রলীগ নেতার নাম আমির হোসেন সরকার (৩০)। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। নিহত আমির আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক।

    পরিবারের বরাতে জানা যায়, বাড়ির পাশেই আমিরকে ভাইকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। পরে স্পিডবোটে করে আমিরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) সাংবাদিকদের বলেন, “আমির ভাই ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালেশিয়া থেকে দেশে আসেন। তাকে ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন আমির ভাই।

    দুপুরে আমির ভাই ও রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন সেখানে ছিলেন।”

    মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোন বন্ধ করে পালাতক রয়েছে বলে জানা গেছে।

    নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…