এইমাত্র
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আপনার স্বাস্থ্য

    ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

    স্বাস্থ্য ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
    স্বাস্থ্য ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম

    ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

    স্বাস্থ্য ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম

    ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে ফেলেন নড়াচড়ার ক্ষমতা। কারও হাত অবশ হয়ে যায়, কেউ কথা বলতে পারেন না, আবার কেউ চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন। পরিবার-পরিজনের ওপর নির্ভরশীল হয়ে পড়া এসব মানুষদের পুনরুদ্ধারের প্রধান ভরসা হয় শারীরিক থেরাপি।

    কিন্তু এই থেরাপি দীর্ঘমেয়াদি, কষ্টসাধ্য এবং ব্যয়সাপেক্ষ। অনেকেই নিয়মিত চালিয়ে যেতে পারেন না। ঠিক এখানেই আশার আলো দেখাচ্ছে বিজ্ঞান। যুক্তরাষ্ট্রের ইউসিএলএ হেলথ-এর গবেষকেরা আবিষ্কার করেছেন এমন একটি ওষুধ, যা থেরাপির মতোই ব্রেনকে পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। একটি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন যুগান্তকারী ফলাফল পেয়েছেন তারা।

    গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে ন্যাচার কমিউনিকেশন জার্নালে। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর দুটি ওষুধের পরীক্ষা চালিয়েছেন। এরমধ্যে একটি ওষুধ স্ট্রোক করা ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ অনেকটাই উন্নত করেছে।

    গবেষণার নেতৃত্বে ছিলেন ডাক্তার এস. থমাস কারমাইকেল। তিনি বলেছেন, “আমরা স্ট্রোকের রোগীদের জন্য এমন ওষুধ চাই যেটি পুনর্বাসনের মতো একই কাজ করবে। পুনর্বাসনের মাধ্যমে সেরে উঠতে যে পরিমাণ শ্রম প্রয়োজন বেশিরভাগ রোগী সেটি ধরে রাখতে পারে না। অন্যান্য রোগের ক্ষেত্রে পর্যাপ্ত ওষুধ থাকলেও স্ট্রোকের চিকিৎসায় ওষুধ নেই।”

    ডাক্তার কারমাইকেল জানিয়েছেন, স্ট্রোকের পর শারীরিক থেরাপির কীভাবে ব্রেনকে সেরে উঠতে সহায়তা করে সেটি তারা পর্যবেক্ষণ করেছেন। আর এটির ওপর এমন একটি ওষুধ তৈরির চেষ্টা করেছেন যেটি থেরাপির মতো কাজ করবে।

    তারা খুঁজে পেয়েছেন স্ট্রোক ব্রেনের কিছু কোষকে অন্য কোষগুলো থেকে আলাদা করে ফেলে। যা মানুষের বা অন্যান্য প্রাণীর চলাচলের ওপর প্রভাব ফেলে। তারা আরও দেখেছেন ‘পারভেলবুমিন নিউরন’ নামের একটি কোষে স্ট্রোক হলে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে যায়। এই নিউরনগুলো একটি ব্রেন ছন্দ তৈরি করতে সহায়তা করে। যা চলাচলের অন্যান্য নিউরনকে সংযুক্ত করে। স্ট্রোক করলে এ ছন্দটি ক্ষতিগ্রস্ত হয়। তবে সফল পুনর্বাসনের মাধ্যমে মানুষ ও ইঁদুরের মধ্যে এ ছন্দগুলো পুনর্স্থাপন করা সম্ভব হয়।

    গবেষক দলটি খুঁজে পেয়েছে তাদের এই ওষুধ, পারভালবুমিন নিউরনসে পুনর্জীবিত করে ব্রেনের ছন্দকে পুনর্স্থাপন করতে সহায়তা করতে পারে। ডিডিএল-৯২০ নামে একটি ওষুধ, পরীক্ষা চালানো ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণকে বেশ ভালো করতে সক্ষম হয়েছে।

    এই গবেষণাটি দুটি কারণে গুরুত্বপূর্ণ : এটি দেখিয়েছে কীভাবে পুনর্বাসন ব্রেনের ওপর প্রভাব ফেলে। এবং এটির আদলে একটি সম্ভাব্য ওষুধ শনাক্ত করা যায়। যেটি শারীরিক থেরাপির মতো কাজ করবে। ডিডিএল-৯২০ নামের এই ওষুধটির কার্যকারিতা প্রমাণ ও মানুষের ওপর প্রয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ইউসিএএল হেলথ। সূত্র: ইউসিএলএ

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…