এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

    রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

    এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল না থাকলেও, বেলুন বিক্রির মাধ্যমে তার পরিবারে এসেছে স্বচ্ছলতা। বর্তমানে রাহুল, তার বাবা-মা, দুই ভাই এবং এক বোনসহ পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন।

    প্রতিদিন রাহুল প্রায় ১,৫০০ টাকার বেলুন বিক্রি করেন। তার সঙ্গে ৬০ থেকে ৭০টি বেলুন থাকে, এবং ৩০ থেকে ৫০টি বেলুন বিক্রি হয়। প্রতিটি বেলুন ৫০ টাকায় বিক্রি হয়। যা থেকে মাসে প্রায় ৪৫ হাজার টাকা আয় হয় রাহুলের।

    বর্তমানে রাহুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাটবাজারে বেলুন বিক্রি করছেন। রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে প্রতিদিনই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করেন। বিশেষ করে ঈদ এবং পুজার সময় বেলুন বিক্রি ভালো হয়।

    শুক্রবার (২৫ এপ্রিল) সকালে হাটশিরা বাজারে রাহুলকে বেলুন বিক্রি করতে দেখা যায়। তিনি বিভিন্ন আকৃতির এবং রঙ-বেরঙের বেলুন নিয়ে বাজারে বের হন। শিশুদের মধ্যে বেলুনের প্রতি প্রবল আগ্রহ থাকে, তাই অভিভাবকরা আনন্দ দিতে বেলুন কিনে দেন। রাহুলের বিক্রিত বেলুনের মধ্যে হাতি, ঘোড়া, জেব্রা, ডলফিন, কুমির, বিমান, পাখি, ফুল ও উড়োজাহাজসহ নানা প্রাণীর অবয়ব দেখা যায়।

    রাহুল বর্তমানে হোসেনপুরের একটি ভাড়া বাসায় থাকেন। তার দলে ১০ জন সদস্য রয়েছেন। তারা সকালে খালি বেলুন কিনে গ্যাস ভর্তি করে বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড় এবং স্কুল-কলেজের সামনে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করেন।

    হাটশিরা বাজারের মনিহারী ব্যবসায়ী সবুজ মল্লিক জানান, তার ছেলে বেলুন কিনতে চেয়েছিল, তাই তিনি উড়োজাহাজ আকৃতির বেলুন কিনে দেন। এতে তার ছেলে খুব খুশী হয়।

    রাহুল বলেন, বেলুন বিক্রি করেই আমার সংসার চলে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার বেলুন বিক্রি করে থাকি। এতে আমার ভালো আয় হচ্ছে। সংসারও চলছে বেশ ভালো।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…