এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

    শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

    গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

    পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ হয়। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে শ্রমিকটি মারা গেছেন। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়।

    শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখে, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুটি কারখানার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

    এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেজন্য এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…