এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

    মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

    ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা।এর মধ্যে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর ভীড়। এছাড়া মানুষ ছুটছে গ্রাম্য ডাক্তার ও বিভিন্ন ক্লিনিকে।মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।এখানে বয়স্কদের চেয়ে শিশু রোগী বেশি।

    গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য সময়ের চেয়ে এখন রোগীর চাপ বেশি। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন জরুরি বিভাগের সামনে। শিশু ওয়ার্ডের মেঝে,বারান্দা সবখানেই রোগীদের ভীড়।

    হাসপাতালে আসা মুস্তাফিজুর রহমান বলেন, প্রচন্ড ভ্যাপসা পড়ছে।গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।আমার শিশু অসুস্থ হয়েছে।সর্দি,জ্বর হাসপাতালে নিয়ে এসেছি।বড়দের চেয়ে ছোট শিশু রোগী বেশি দেখা যাচ্ছে।উপজেলার বিভিন্ন গ্রাম থেকেই রোগী আসছে।অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

    হাসপাতালে আসা জুয়েল রানা বলেন, আমার ছোট শিশু গরমে অসুস্থ হয়ে পড়েছে।হাসপাতালে নিয়ে এসেছি।এছাড়া অনেকের সর্দি-জ্বর ,ডায়রিয়া সহ বিভিন্ন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।হাসপাতালে বেড সংখ্যা কম কিন্তু রোগী সংখ্যা অনেক বেশি।

    স্থানীয় পল্লী চিকিৎসক মো: কামরুল ইসলাম বলেন, প্রতিদিন রোগী আসছে যাদের অধিকাংশ শিশু।বড়রাও আসছে সর্দি,জ্বর নিয়ে।

    গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ মনিরুল ইসলাম জানান,আজ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটি ওয়ার্ডে রােগী ভর্তি রয়েছে।রােগীদের মধ্যে শিশু বেশি।বর্তমানে শিশু সহ মোট ১৩৫ জন রোগী ভর্তি রয়েছে। তিন জন নিউমোনিয়া রোগী রয়েছে।

    গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী বলেন, ৫০ শয্যার হাসপাতাল ১৩৫ জন রোগী ভর্তি রয়েছে। শিশু রোগী বেশি। রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে।তাই গরমে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…