এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

    যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

    যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।

    রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে কোতোয়ালি থানা পুলিশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিন একসরা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে। পুলিশ ঘাতক রবিউল ওরফে সবুজের শ্বশুর খোকন মোল্যাকে আটক করেছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে রেজাউলকে গত ২২ মার্চ অপহরণ করে সবুজ ও রিপন। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছু দূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে ও পরবর্তিতে বাসে করে পাঠায়। সবুজ লাশটি তার শ্বশুরবাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ একসারা গ্রামের একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্লা। তিনি সেখান থেকে লাশ উত্তোলন করে পাশের আরেকটি বাগানে নিয়ে পুনরায় পুঁতে রাখে। ঘাতক সবুজ ও রিপন হাওলাদের দেয়া তথ্য অনুযায়ী রোববার বিকেলে সেখান থেকে রেজাউল ইসলামের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

    যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, রেজাউল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর সোমবার (২৮ এপ্রিল) পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

    উল্লেখ্য, যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে ভাড়াবাড়িতে বসবাসরত দর্জি রেজাউল নিখোঁজ হওয়ার এক মাস তিনদিন পর তার স্ত্রী মমতাজ বেগম গত ২৬ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে মামলার প্রধান দুই আসামি সবুজ ও রিপনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রেজাউলকে হত্যার ঘটনা স্বীকার করে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…