এইমাত্র
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম

    জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম

    এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে (রাষ্ট্রীয় অতিথিভবন সুগন্ধা) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করে জেলা প্রশাসকের হাতে সনদ তুলে দেওয়া হয়।

    এর আগে নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলা জি আই স্বীকৃতি পায়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর লটকনকে বাংলাদেশের ৩২ তম রেজিস্ট্রার্ড জিআই পণ্য হিসেবে উল্লেখ করে স্বীকৃতি দেয়া হয় বলে আজ বিকেলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

    সারা দেশে কিছু এলাকায় লটকন চাষ হলেও, নরসিংদী অঞ্চলে উৎপাদিত লটকনের স্বাদ মান দেশ সেরা। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরই লটকনের বাম্পার ফলন হয় নরসিংদীতে। এখানকার উৎপাদিত লটকনের স্বাদ দেশের ক্রেতা সাধারণের মন জয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রেতা স্বাধারণেকে আকৃষ্ট করেছে অনেক আগেই। তাই প্রতি বছরই রপ্তানি হয় এই লটকন বিভিন্ন দেশে। যা স্থানীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

    সুস্বাদু হওয়ায় দেশ-বিদেশে খ্যাতি পাওয়া নরসিংদীর উৎপাদিত লটকনকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য গত বছর আবেদন করে জেলা প্রশাসন। গত বছরের ০৬ মার্চ নরসিংদীর লটকনকে জি আই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য "ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩" এর ধারা ১২ অনুসারে জিআই জার্নাল-৩১ নম্বরে প্রকাশ করা হয় এবং ৮ মার্চ তা ডিপিডিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

    নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, জিআই পণ্যের স্বীকৃতি লটকনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফল এবং স্বাদে ও গন্ধে অন্য সব এলাকার লটকন হতে আলাদা। দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে নরসিংদী জেলায় লটকন চাষ হচ্ছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার ফলে রপ্তানির সুযোগ বৃদ্ধিসহ লটকন স্থানীয় অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…