এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫২ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫২ এএম

    সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫২ এএম

    শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল খাতের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বদ্ধপরিকর। কারণ শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার অটল।

    আজ সোমবার ঢাকায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষ্যে আইএলও-আয়োজিত ‘বিল্ডিং বেটার ফিউচার: সেলিব্রেটিং ভয়েসেস অব রেসিলিয়েন্স এন্ড চেঞ্জ ফর ওয়ার্কপ্লেস ইনক্লুসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গত ৪০ বছর ধরে বাংলাদেশে শিল্পায়ন হলেও রেডি মেইড গার্মেন্টস (আরএমজি) ছাড়া অন্য খাতের বিকাশ সীমিত। তিনি বলেন, বড় নির্মাণ কোম্পানিগুলো যদি শ্রম আইন মেনে কেন্দ্রীয় তহবিলে লভ্যাংশ জমা না দেয় তবে তারা সরকারি ক্রয় থেকে বাদ পড়বে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর সকল হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও সুপার শপকে বাধ্যতামূলকভাবে শ্রম আইন, ২০০৬ এর আওতায় আনা হবে।

    তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সাথে বৈঠকে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএমএইচ) নিশ্চিত করে এবং অনানুষ্ঠানিক খাত ও কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা রেখে শ্রম আইন সংশোধন করা হবে।

    এ সময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন, বিবিডিএন ও বহ্নিশিখার পরিচালক এবং বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…