এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০২:১১ এএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০২:১১ এএম

    দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০২:১১ এএম

    কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মো. শফিউল্লাহ (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

    নিহত শফিউল্লাহ ওই ইউনিয়নের ভানী গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ঘটনার স্থলে থাকা গ্যারেজের মালিক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ত্রিবিদ্যা চৌরাস্তায় অবস্থিত গ্যারেজে শফিউল্লাহর সঙ্গে রাসেলের টাকা লেনদেন নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল লোহার বস্তু দিয়ে শফিউল্লাহর মাথায় আঘাত করেন। এতে শফিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-হত্যার পর তাঁর একটি চোখ উপড়ে নেওয়া হয়। ঘটনার পর রাসেল পালিয়ে যায়।

    নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে কেন মারল? আমার ছেলেমেয়েগুলারে এতিম করে দিল। টাকা-পয়সার মতো ছোটখাটো বিষয়ে কেউ কাউকে এমনি করে মারে?’

    দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, টাকা লেনদেনের বিরোধ থেকেই রাসেল শফিউল্লাহকে হত্যা করেছে। আমাদের কাছে এর প্রমাণও আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।’


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…