এইমাত্র
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    আন্তর্জাতিক

    পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৫ পিএম

    পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৫ পিএম

    গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাক-ভারত উত্তেজনা চরমে পৌঁছে। দফায় দফায় সীমান্তে গোলাগুলিতে জড়ায় দু’দেশের সেনাবাহিনী। ধারণা করা হচ্ছিল যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াবে দেশদুটি।

    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত (৭ মে) রাত ১টার পরে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে অভিযান শুরু করে ভারত। এর অংশ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান হামলা চালায় নয়াদিল্লি। নিজ দেশের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ব্যবহার করে হামলাগুলো চালানো হয়।

    এদিকে পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় দেশটির বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেছেন ভারতীয়রা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে আনন্দ মিছিল করেছেন অনেকে। এ সময় মিছিলে অংশ নেওয়া ভারতীয়দের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডস ও পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

    এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার ভূবনেশ্বরেও আনন্দ মিছিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যরা।

    এ সময় মিছিলে অংশ নেওয়া বিজেপির নেতাকর্মীদের কপালে কপালে লাল রঙের সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যায়। পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেন তারা।

    উল্লেখ্য, ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তান দাবি করেছে, পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। এছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান।

    এদিকে ভারতের হামলার জবাবে সামরিক বাহিনীকে ‘‘সংশ্লিষ্ট পদক্ষেপ’’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বুধবার (০৯ মে) ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…