এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৩৬ পিএম
    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৩৬ পিএম

    সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

    শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৩৬ পিএম

    দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত অঞ্চল। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৩১ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা টহল জোরদার করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চলছে টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

    রবিবার (১২ মে) সকালে সরেজমিনে আখাউড়ার ফকিরমোড়া ও আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, বিজিবির দলবদ্ধ টহল কার্যক্রম চলছে টানা। সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়দের দেওয়া হয়েছে সতর্কতামূলক নির্দেশনা।

    সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক সভাও করছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

    কুড়িপাইকা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ বলেন, দেশের অন্যান্য সীমান্তে পুশইনের খবর শুনে ভয় পেয়েছিলাম, তবে এখন সীমান্তে বিজিবির টহল অনেক বেড়েছে—আমরা নিরাপদ অনুভব করছি।

    বাউতলা গ্রামের আসিফ মিয়া জানান, আমাদের সীমান্ত দিয়ে এখনো কোনো পুশইন হয়নি। তবে রাতের বেলা যেন চোরাচালান না হয়, সেই দিকে নজর আরও বাড়ানো দরকার।

    বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবুও সীমান্তে বিজিবির টহল আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান রোধেও আমরা সম্পূর্ণ তৎপর আছি।

    তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। যেকোনো সন্দেহজনক চলাফেরা দেখলে বিজিবিকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ করছি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…