টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার সময় উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার বাওয়ার কুমারজানি মধ্যপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম মিয়ার মেয়ে তাসলিমা (২)।
পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির উঠানের সামনে শিশু তাসলিমা খেলা করছিল। এসময় হঠাৎ কোথা থেকে এসে একটি বিষধর সাপ তাসলিমাকে কামড়ে দেয়। শিশুটি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক সাপের কামড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএস/এআই