নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সহিত জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় ধামইরহাট এমএম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, আব্দুর রউফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ, ছাত্রনেতা ওমর ফারুক রোমন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির, নওগাঁ কলেজ শাখা ছাত্রদল নেতা আলমগীর হোসেন সুজন, ছাত্রনেতা মোরশেদুল ইসলাম, মোস্তাকিম হোসেনসহ উপজেলা, পৌর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীবৃন্দ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এআই