এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:৫০ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:৫০ পিএম

    দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:৫০ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’।

    সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

    নতুন এ ব্যবস্থায় সেবা গ্রহণকারীরা হেল্প ডেস্কে তথ্য দিয়ে এক কক্ষে ঘুরেই সম্পন্ন করতে পারবেন জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ অন্যান্য কাজ। এতে সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। কর্তব্যরত সহকারী কমিশনার (ভূমি) নিজ ডেস্ক থেকেই এই কার্যক্রম তদারকি করতে পারবেন, বাড়বে জবাবদিহিতা ও কার্যকারিতা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

    পঞ্চগড় সদর ও বোদার পর দেবীগঞ্জ উপজেলাও যুক্ত হলো এই কর্পোরেট সেবা কার্যক্রমে। জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলাতেই চালু হবে এ সেবা।

    সেবাপ্রার্থীরা জানান, আগে একটি কাজের জন্য বারবার অফিসে ঘুরতে হতো, সময় ও অর্থ নষ্ট হতো। এখন এক কক্ষে সব সেবা মেলায় তারা খুশি। সব থেকে বড় সুবিধা হলো সহকারী কমিশনারের (ভূমি) কক্ষ থেক সরাসরি মনিটরিং করা সম্ভব হবে। এতে সেবা প্রাপ্তিতে গতি আসবে, কমে আসবে হয়রানি।

    সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমরা পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিসগুলোকে পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনছি। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ বাড়ে, সেবার মানও বৃদ্ধি পায়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…