এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

    সোমবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

    নিহত হলেন- নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী জামতলা গ্রামের শান্ত ইসলাম (২৪), আহতরা হলেন স্ত্রী জামিউন বেগম (২৩) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা তুরায়ফা ইয়াসমিন। জানা গেছে, জামিউন বেগম অন্তঃসত্ত্বা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিনের মতো তার মেয়েকে বাঘা উপজেলার বাঘা গ্রীন হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কাজে স্ত্রী জামিউন বেগমও তাদের সঙ্গে ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী একটি সনি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

    স্থানীয়রা জানান, রাস্তার পাশে ইটের স্তূপ থাকায় শান্ত ইসলাম বামদিকে জায়গা না পাওয়াই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমান রাস্তার ধার দিয়ে এমনকি রাস্তার উপরেও বিভিন্ন ধরনের ফসল-ফলাদী বিস্তার করে রাখা হয় যেটার কারণে রাস্তায় চলাচলে দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

    দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার কন্যা তুরায়ফা ইয়াসমিনের ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জামিউন বেগমের ডান হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দীর্ঘ সময় শান্ত ইসলামকে আইসিইউতে রাখার পর মৃত ঘোষণা করা হয়।

    দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে যায়, পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটি থানায় নিয়ে গেছে।

    বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাস এবং আহত পরিবারের মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…