এইমাত্র
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১৫ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

    সোমবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

    নিহত হলেন- নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী জামতলা গ্রামের শান্ত ইসলাম (২৪), আহতরা হলেন স্ত্রী জামিউন বেগম (২৩) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা তুরায়ফা ইয়াসমিন। জানা গেছে, জামিউন বেগম অন্তঃসত্ত্বা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত ইসলাম প্রতিদিনের মতো তার মেয়েকে বাঘা উপজেলার বাঘা গ্রীন হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেদিন বিশেষ কাজে স্ত্রী জামিউন বেগমও তাদের সঙ্গে ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী একটি সনি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

    স্থানীয়রা জানান, রাস্তার পাশে ইটের স্তূপ থাকায় শান্ত ইসলাম বামদিকে জায়গা না পাওয়াই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমান রাস্তার ধার দিয়ে এমনকি রাস্তার উপরেও বিভিন্ন ধরনের ফসল-ফলাদী বিস্তার করে রাখা হয় যেটার কারণে রাস্তায় চলাচলে দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

    দুর্ঘটনায় শান্ত ইসলাম ও তার কন্যা তুরায়ফা ইয়াসমিনের ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জামিউন বেগমের ডান হাত ও কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দীর্ঘ সময় শান্ত ইসলামকে আইসিইউতে রাখার পর মৃত ঘোষণা করা হয়।

    দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়ে যায়, পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটি থানায় নিয়ে গেছে।

    বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে বাস এবং আহত পরিবারের মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…