এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:০৯ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:০৯ পিএম

    নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:০৯ পিএম

    নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

    বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার। এই ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও চর্ম) সেবা নিতে আসা দুঃস্থ ও অসহায় রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

    লে. কর্নেল মো. রকিব উদ্দিন, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিকদুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এ রকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

    চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা খানপুকুর পুকুর গ্রামের বাসিন্দা ফরেজ আলী ফকির বলেন, ‘হামি হার্টের রোগী। মাঝে মাঝেই ডাক্তার দেখাতে হয়। একবার ডাক্তার দেখালেই ৭০০-৮০০ টাকা খরচ হয়। ডাক্তারের ফি দিতে কষ্ট হয় বলে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। এখানে ডাক্তার দেখালাম। পেসক্রিপসন দিলো। কিন্তু কোনো ফি নিলো না। আবার বিনা টাকায় ওষুধ দিলো। এ রকম মাঝে মাঝে সেবা পাওয়া গেলে হামাগের মতো গরিব লোকেগের ভালোই হতো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…