এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৯:১৭ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

    বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

    যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।

    রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে অবস্থিত সানরূপ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনশতাধিকের মতো বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

    ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি রেজওয়ান আক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, হবিবর রহমান হবি, মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোলের সুধী সমাজসহ সমিতির সদস্যগণ।

    সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আলম খান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হবি।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম বলেন, 'এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এ সময়টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।' সংবর্ধনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৫ বিদ্যালয়ের নির্বাচিত ৫ সভাপতিকে।

    জানা যায়, ঢাকায় বসবাসরত বেনাপোলের বিভিন্ন পেশাজীবী মানুষের নিয়ে গঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ধরে রাখা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমিতির মূল লক্ষ্য। এ চিন্তাভাবনাকে সামনে রেখে শাপলা ও হারুন নামে দুই সাংস্কৃতিক কর্মী দেখা স্বপ্ন ২০১৭ সালের ২৭ আগস্ট বাস্তবায়নে সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে দুইশতাধিকের বেশি সদস্য যুক্ত হয়েছে এ সমিতিতে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…