এইমাত্র
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৪:১৩ পিএম
    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

    দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

    ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কিংবা ভালবাসার মানুষটিকে নিয়ে ঈদ পরবর্তী সময়ে একটু বিনোদনের স্বাদ নিতে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমান তারা। ঈদের সপ্তম দিন পর্যন্ত থাকে এ ভিড়। তবে এখানে বিনোদন প্রেমীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।

    মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের আড়িয়াল খাঁ নদ সেতুতে ঈদের আনন্দ আরো বেশি ভাগাভাগি করে নিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কালকিনি উপজেলায় কোথাও কোন বিনোদনের জায়গা না থাকায় উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে আড়িয়াল খাঁ সেতুটিই বিনোদন প্রেমীদের প্রথম পছন্দ। এ রকম ভিড় থাকবে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এখানে সমাগম ঘটে হাজার হাজার দর্শনার্থীর। শুধু কালকিনি লোকজনই নয়, পার্শ্ববর্তী বরিশাল ও শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে এখানে। জানা-অজানা মানুষের এ যেন এক ঈদ পরবর্তী মিলন মেলা। নির্মল বাতাস, প্রকৃতির অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে ঘুড়তে আসা দর্শনার্থীদের। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে মুখোরোচক সকল ধরনের খাবারের পসরা। মূল সেতুর উপরে ফুটপাতের দু'পাশ জুড়ে রয়েছে খাবারের দোকানগুলো। ফুচকা, চটপটি, ঝালমুড়ি যেন পছন্দের প্রথম তালিকায়। শিশুদের জন্য আনন্দ দিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকানসহ লোভনীয় হাওয়াই মিঠাই।

    ঘুড়তে আসা দর্শনার্থী সায়মুন হোসেন বলেন, 'আমরা প্রতি বছর এখানে ঘুড়তে আসি। ব্রিজের উপর থেকে প্রাণ খুলে নিশ্বাস নেই যা ইট পাথরের নগরীতে নিতে পারি না।'

    শরীয়তপুর থেকে ঘুড়তে আসা দর্শনার্থী সুমি বলেন, 'নদীর উপরে এতো মানুষের সমাগম সত্যিই মনটা ভরে গেল। আগামী বছর আবার আসবো।'

    সবুজ মিয়া বলেন, 'কালকিনিতে বিনোদনের কোন জায়গা না থাকায় এ সেতুতে আসা। এ সেতুর উপর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এসেছি। বাবা মা, স্ত্রী ও দুটো মেয়ে, অর্থাৎ পুরো পরিবার নিয়ে এসেছি।'

    সেতুতে আসা দোকানীরা বলেন, 'বেচা-কেনা অনেক ভালো এবং আইন শৃঙ্খলা নিয়েও সন্তুষ্ট আমরা।'

    এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি) কে.এম. সোহেল রানা জানান: 'দর্শনার্থীদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর কালকিনি থানা পুলিশ। পুলিশের পাশাপাশি গোয়ন্দা নজরদারী রাখা হয়েছে সেখানে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…