এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:০৭ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:০৭ এএম

    নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:০৭ এএম

    নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ আরও ৪ জন।

    মঙ্গলবার (১০ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫), খোদেজা (৩২)। এদের মধ্যে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গুরুতর আহত মৃত চান মিয়া ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    অন্যদিকে অভিযুক্তরা হলেন- মো. সিদ্দিক মিয়া (৪০), আমিন (১৭), মনির (২৬), সজিব (২৭), কালাম (৪০), সালাম (৩৬) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধনচাপুর গ্রামের সাইদুল ইসলামের বসতবাড়ির সামনে বাড়ির মেয়েরা দাঁড়িয়েছিল। এ সময় মেয়েদেরকে দেখে একই এলাকার আমিন, সজিব ও বাচ্চু মিয়া নামের বখাটেদের সাথে থাকা আরও কয়েকজন মেয়েদের দেখে গান গায় এবং উত্যক্ত করে।

    এ সময় ওই বাড়িতে থাকা লোকজন আমিন ও সজিবদেরকে বকাবকি করলে উত্যক্তকারীরা সেখান থেকে চলে যায়। এরপরই মো. সিদ্দিক মিয়া (৪০) সহ দশ থেকে পনেরো জনের একটি দল এসে সাইদুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজনকে কুপালে আনিছুর রহমানসহ একই পরিবারের পাঁচজন আহত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করে।

    এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…