এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ জুন ২০২৫, ০১:০৯ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ জুন ২০২৫, ০১:০৯ পিএম

    ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ জুন ২০২৫, ০১:০৯ পিএম

    ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে যানজটের চিত্র দেখা যায়।

    গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে সড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিমে আঞ্চলিক মহাসড়ক গোপালগঞ্জ খুলনা তিনটি সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকে থাকা গবাদি পশু।

    এ যানজটের কারণে সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন নারী, পুরুষ ও বৃদ্ধ। অনেক সময় গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন।

    এ ছাড়া সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না, এমনটাই অভিযোগ সাকুরা পরিবহনের যাত্রী শফিক রহমান। এছাড়া গরু ব্যবসায়ী আজিজ ফকির বলেন, 'আমরা ফরিদপুর থেকে চার-পাঁচ জন গৌরনদীতে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছিলাম। আমাদের প্রায় আটটির বেশি গরু বিক্রি না হওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু যানজটে থাকলে গরমে গরু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।'

    লাবিবা পরিবহনের চালক সুজন অভিযোগ করে বলেন, 'রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়।'

    এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, 'মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলারের কারণে রাস্তায় এই যানজট সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যাতে করে যানজট নিরসন হয়।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…