চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে অবৈধ পার্কিং, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফল বিক্রি, ওজনে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানা মোড়, উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং সতর্কবার্তা প্রদান করা হয়।
সিএনজি চালক পাপ্পু (৩৫) কে অবৈধ পার্কিংয়ের দায়ে ১ হাজার টাকা, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জয় দে (২০) কে ২ হাজার টাকা এবং দেলোয়ার (৩০) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা পরিষদ প্রবেশপথে নোংরা পরিবেশ সৃষ্টি করায় দোকানদারদের এক ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি আনোয়ারা সরকারি আদর্শ বিদ্যালয়ের সামনে রাস্তায় সাত ফিট জুড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করা চালকদের কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়।
এছাড়া মৌসুমী ফল বিক্রেতাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সতর্ক করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধেও সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযানে ‘প্রবীর স্টোর’ নামের একটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। স্বর্ণের দোকানগুলোতে বিএসটিআই অনুমোদিত স্কেল না থাকায় মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহীদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসআর