এইমাত্র
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈদের ছুটিতে লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগে ৯৩টি সন্তান প্রসব

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:১১ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:১১ পিএম

    ঈদের ছুটিতে লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগে ৯৩টি সন্তান প্রসব

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:১১ পিএম

    পবিত্র ঈদুল আজহার ছুটিতে কার্যক্রম চলমান ছিল লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এতে ছুটির ১০ দিনে ৯৩টি সন্তান প্রসব করা হয়।

    মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান।

    তিনি জানান, লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা কেন্দ্রে ঈদ-উল-আযহার ছুটি চলাকালীন সময়ে বিভাগের কর্মীরা সেবা কার্যক্রম চালিয়ে গেছেন। এতে ৯৩ জন প্রসব সেবা ছাড়াও ৩৪৭ জন মাকে গর্ভকালীন সেবা, ১৩৯ জন মাকে প্রসব পরবর্তী সেবা এবং ৩২৬ জন রোগীকে সাধারণ স্বাস্থ্য সেবাসহ সেবা প্রদান করা হয়।

    সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। চরঠিকা গ্রামের সেবাপ্রাপ্ত শারমিন (২১) বলেন, 'আমি গত ১০ জুন চরকাদিরা পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হই। ১১ জুন ভোরে আমার দ্বিতীয় ছেলে সন্তান ডেলিভারি হয়। ঈদের ছুটির ভিতরেও ভিজিটর আপারা আন্তরিকভাবে অনেক কষ্ট করে নরমাল ডেলিভারি করিয়েছেন। এরকম একটি সময়ে পরিবার কল্যাণ কেন্দ্র খোলা না থাকলে আমাদের কোনো উপায় ছিল না। আমরা খুবই খুশি এবং আনন্দিত।'

    এছাড়া মধ্য চর জাংগালিয়া গ্রামের আরেকজন সেবাগ্রহীতা খালেদা আক্তার সুমি (২৭) বলেন, 'তিনি ১১ জুন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হয়ে চতুর্থ সন্তানের জন্ম দেন। ঈদের ছুটির মধ্যে আন্তরিক সেবা পেয়ে তারা অনেক খুশি।'

    লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, 'ঈদের ছুটিতে সাধারণ মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমাদের সকল সেবা কেন্দ্রে কর্মীরা অবস্থান করে নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছেন।' ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সবার আন্তরিক প্রচেষ্টায় এমন সেবা দেওয়া সম্ভব হয়েছে।

    এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যাহত ছিল।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…