এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৭:০২ পিএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৭:০২ পিএম

    কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৭:০২ পিএম

    পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এতে খালের দুই পাড়ের ফলইবুনিয়া, জোলাগাতী, তালুকদার হাট, হাওলাদার হাটসহ কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    জানা গেছে, ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের কাছারি বাড়ির খালের মোহনায় থাকা সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্প্রতি নিম্নচাপজনিত অতিবৃষ্টির কারণে পানির তীব্র চাপে সাঁকোটির মাঝের অংশ খালে পড়ে যায়। ফলে এলাকাবাসীর একমাত্র পারাপারের মাধ্যমটি এখন বন্ধ হয়ে গেছে।

    সাঁকোটি ছিল স্থানীয় জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সাঁকোর দক্ষিণ পাড়েই রয়েছে জোলাগাতী ফাজিল মাদ্রাসা, জোলাগাতী হাই স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিকল্প পথ না থাকায় অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন।

    স্থানীয় মাদ্রাসা ও মসজিদের পরিচালক মাওলানা মোঃ মানিক বলেন, বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ধরণা দিয়েও স্থায়ীভাবে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ হোসেন জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য কোনো পরিকল্পনা ইঞ্জিনিয়ার অফিসের জানা নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।

    এ ব্যাপারে অর্থ ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, এই সাঁকোটি খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা সমন্বয় মিটিংসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও স্থায়ীভাবে কোনো ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অত্র এলাকা পরিদর্শন করেন এবং বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য সাঁকোটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…