এইমাত্র
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

    লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

    লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় মুসল্লিরা।

    রবিবার (২২ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন লালমনিরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের নবীনটারী এলাকার পরেশ চন্দ্রশীল (৬০) ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল (৩৩)।

    স্থানীয়রা জানান, এরা বাবা-ছেলে মিলে প্রায়ই নবীজিকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন। তারা বলেন, 'হযরত মুহাম্মদ (সঃ) ১১টি বিয়ে করেছেন, ছয় বছরের শিশু আয়শাকে বিয়ে করে যৌন নির্যাতন চালিয়েছেন।' তারা আরো বলেন, 'শিবলিঙ্গ ধোয়া পানি দিয়ে কাবা শরীফ ধ্বংস হবে।' এলাকার এক ব্যক্তি চুল কাটতে গেলে তাকে এসব কথা বললে, সে পাশের মসজিদে গিয়ে মুসল্লিদের এসব কথা বললে সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক করে থানার পুলিশের হাতে সোপর্দ করেন। সদর থানায় নেওয়ার পরে স্থানীয় মুসল্লিরা সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উত্তাল হয়ে পড়ে সদর থানা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    এ ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী জানান, পৌর এলাকার গোসালা বাজার হানিফ পাগলা মোড়ে সেলুন ব্যবসায়ী বাবা-ছেলে নবীজিকে নিয়ে কটুক্তি করায় স্থানীয় জনগণ তাদের আটক করে থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং শ্রেণীবিদ্বেষের মামলা রুজু প্রক্রিয়াধীন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…