এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় মিললো লোকাল চাল

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

    কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় মিললো লোকাল চাল

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

    কুমিল্লার বুড়িচংয়ে নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় মিললো স্থানীয়ভাবে উৎপন্ন হওয়া বিভিন্ন লোকাল চাল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পারুয়া এলাকায় অবস্থিত অটো রাইস মিলগুলোতে পরিচালিত অভিযানে এমন চিত্র উঠে এসেছে। চালের বাজারে অস্থিরতা ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    এ সময়, অভিযানে দেখা যায়, কিছু রাইস মিল সরকার নির্ধারিত নিয়ম ভঙ্গ করে চালের বস্তায় মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখ উল্লেখ না করে বাজারজাত করছে। এছাড়া বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় স্থানীয় (লোকাল) চাল ভরে বিক্রি করারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে 'জাপান-বাংলা অটো রাইস মিল' কে ২০ হাজার টাকা এবং 'মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ' কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মিল মালিকদের ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এছাড়া, অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

    কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, 'কুমিল্লার বুড়িচংয়ে আমরা অভিযান চালাই। দুটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি চালের ব্র্যান্ডের বস্তার মধ্যে লোকাল চাল ঢুকিয়ে বিক্রি করছে। এসব অভিযানে তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করি। আগামীতে তারা যেন সতর্কতা থাকে সে বিষয়ে বলে আসে। চালের বাজার নিয়ন্ত্রণে আমরা এমন অভিযান অব্যাহত রাখব।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…