এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

    রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম
    সংগৃহীত ছবি

    ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যে কোনো পদক্ষেপ নিক, পিয়ংইয়ং তাতে ‘নিঃশর্তভাবে সমর্থন’ দেবে।

    বর্তমানে উত্তর কোরিয়ায় সফর করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার সঙ্গে আলোচনার সময় কিম বলেন, পিয়ংইয়ং ‘ইউক্রেনীয় সংকটের মূল কারণ’ মোকাবিলায় রাশিয়ার নেতৃত্ব যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোকে সমর্থন করে। তারা মস্কোর পাশে আছে।

    পশ্চিমা দেশগুলোর ধারণা, পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আনুমানিক ১১ হাজার সৈন্য পাঠিয়েছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুদেশের মধ্যে সংঘাত চলছেই।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর তথ্য অনুসারে, কিম এবং ল্যাভরভ শনিবার ‘উষ্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ বৈঠক করেছেন।

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে, রুশ সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।

    টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে যে, তারা করমর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।

    রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলছে, ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গেও দেখা করেছেন এবং রাশিয়াকে সাহায্য করার জন্য মোতায়েন করা উত্তর কোরিয়ার বীর সেনাদের ধন্যবাদ জানিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত বিরতির পর ইউক্রেনে সামরিক সহায়তা পুনরায় চালু করার পর নতুন করে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিষয়টি সামনে এলো।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…