এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

    মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

    মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মামলায় একজনকে পাঁচ বছর এবং আরও তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চারজন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রমজানবেগ এলাকার আব্দুল বাতেন মাস্টারের ছেলে মো. লিটন (৪১), পূর্বশিলমন্দি গ্রামের আলী আক্কাস কাজীর ছেলে নয়ন কাজী (২২), মৃত আরশেদ আলির ছেলে মো. পাভেল (২৪) এবং জোড়পুকুর পাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলামিন পিপলস (২৩)।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে পূর্বশিলমন্দি গ্রামের আক্কাস আলির বসতঘরের সামনে মাদক বিক্রির সময় পুলিশ উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকেই আটক করা হয়। এ সময় মো. লিটনের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, নয়ন কাজীর কাছ থেকে ৩ পিস, পাভেলের কাছ থেকে ২ পিস এবং আলামিন পিপলসের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

    ঘটনার দিনই সদর থানার এসআই মো. আসলাম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে চারজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

    বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, 'আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড দিয়েছেন। মাদকবিরোধী লড়াইয়ে এটি একটি ইতিবাচক বার্তা। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।'

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…